Anup Bandyopadhyay Website Logo
ads1-728x90

VERBS INFINITE

VERBS INFINITE

আগের ব্লগগুলিতে আমরা ARTICLES -র ব্যবহার আলোচনা করেছি। এছাড়া আমার AB’S TUTORIAL FOR BETTER ENGLISH – YOUTUBE CHANNEL – এ বেশ কয়েকটি পর্ব এই বিষয়ে আলোচনা করা হয়েছে। তোমরা দেখলে ARTICLE নিয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে। ARTICLE-র মতো VERBS – ও ইংরেজি ব্যাকরণের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

কেননা VERBS- সক্রিয় হতে পারে, নিষ্ক্রিয় হতে পারে, TENSE নির্ণয় করতে সক্ষম আবার SUBJECT / OBJECT- র মতোও ব্যবহার করা যেতে পারে। AB’S TUTORIAL FOR BETTER ENGLISH- YOUTUBE CHANNEL – এ বিভিন্ন পর্যায়ে ও একাধিক পর্বে এই বিষয়ে আলোচনা রয়েছে। আজকের ব্লগে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। প্রথমে কিছু উদাহরণ দেখা যাক:

1) ক্ষমা স্বর্গীয় ধর্ম- TO FORGIVE IS DEVINE.
2) এটা লেখা সহজ নয়- TO WRITE THIS IS NOT EASY.
3) তাকে দেখলে ভালবাসতেই হয় – TO SEE HIM IS TO LOVE HIM.
4) যে কষ্ট সহ্য করতে ভয় পায় ভয়ই তাকে কষ্ট দেয়- WHO FEARS TO SUFFER SUFFERS FROM FEAR.
5) তার বয়স কুড়ি বছর মনে হয়- HE SEEMS TO BE TWENTY.
6) তাঁকে জ্ঞানীবলে মনে হয়- HE APPEARS TO BE A WISE MAN.
7) মিথ্যে বলা পাপ- TO LIE IS A SIN.

Also Read: Correct use of ” AN ” in Bengali

উপরের সাতটি উদাহরণেই VERB কে INFINITE হিসেবে ব্যবহার করা হয়েছে। কাজের নাম যেমন মিথ্যে বলা, ক্ষমা করা, লেখা ইত্যাদি কাজের নাম বোঝাতে INFINITE অর্থাৎ TO+ VERB ব্যবহার করা হয়েছে। তাই SUBJECT/ OBJECT হিসেবে যেভাবে NOUN/ PRONOUN ব্যবহার করা যায় তেমনি INFINITE VERB ও ব্যবহার করা যায়।

 

এবার আরও তিনটি উদাহরণ দেখা যাক:–

যার কিছু নেই তার ভয়েরও কিছু নেই – HE WHO HAS NOTHING HAS NOTHING TO FEAR.

তার সেখানে যাবার মতো সময় নেই – HE HAS NO TIME TO GO THERE.

রহিমকে বসবার চেয়ার দাও – GIVE RAHIM A CHAIR TO SIT ON.

এই বাক্যগুলি তে PURPOSE বোঝাতে INFINITE FORM ব্যবহার করা হয়েছে। আবার “কারণ ” বোঝাতে গেলেও INFINITE ব্যবহার করা যায়। যেমন:—
এরকম গল্প বিশ্বাস করা যায় না – SUCH A STORY IS NOT EASY TO BELIEVE.

সে এতটাই দুর্বল যে কথা বলতে পারছে না – HE IS TOO WEAK TO SPEAK.

আবার কখনও কখনও কাজ সম্পর্কে কিছু বলতে গেলে INFINITE FROM ব্যবহার করা যায়। যেমন:-
মৃত্যুমুখী মা ছেলের মুখ দেখতে শেষ বারের মতো চোখ মেললেন – THE DYING MOTHER OPENED HER EYES TO HAVE A LAST LOOK AT HER SON. এখানে অনেকটা ” কারণ ” – র মতো ব্যবহার করা হয়েছে। কেন চোখ মেললেন — ছেলের মুখ দেখতে।

এবার এই বাক্যটি দেখা যাক — সত্যি কথা বলতে কি আমি ইতিহাসের এক লাইনও পড়ি নি।
—- এই বাক্যটির প্রথম অংশটির সাথে ( সত্যিকথা বলতে কি ) দ্বিতীয় অংশটির কোনোরকম সম্পর্ক নেই। এইসব ক্ষেত্রে প্রথম অংশটিকে TO + VERB দিয়ে শুরু করতে হবে। যেমন:–
TO SPEAK THE TRUTH, I HAVE NOT READ A LINE OF HISTORY.

Must Read: Correct use of ” A ” in Bengali

***** আমাদের মনে রাখতে হবে যে– LET, BID,HEAR, MAKE, SEE, NEED ইত্যাদি পরে INFINITIVE ‘TO ‘ বসে না। কিন্তু PASSIVE VOICE -র সময় TO বসে। যেমন:–
আমি তাকে তোমার নিন্দা করতে শুনেছি– I HAVE HEARD HIM SPEAK ILL OF YOU.
তাকে তোমার নিন্দা করতে শোনা গিয়েছিল — HE WAS HEARD TO SPEAK ILL OF YOU.

****** এছাড়া, HAD BETTER, HAD RATHER, NOTHING BUT, CANNOT BUT, THAN ইত্যাদির পরেও TO উহ্য থাকে।
আমি তোমার অনুরোধ রক্ষা না করে পারি না — I CANNOT BUT COMPLY WITH YOUR REQUEST.

AB’S TUTORIAL FOR BETTER ENGLISH– YOUTUBE CHANNEL – র পর্বগুলির সাথে BLOG – র আলোচনাগুলি পড়লে INFINITE TO – র ব্যবহার সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে বলে মনে হয়।
আগামী BLOG- এ PRESENT INFINITIVE ও PERFECT INFINITIVE নিয়ে আলোচনা করা যাবে।
ভালো থেকো।

ads1-728x90

Related Articles

Leave a Reply

Your email address will not be published.