Anup Bandyopadhyay Website Logo
ads1-728x90

Article ” THE ” এর ব্যবহার | Correct use of ” THE ” in Bengali

Article ” The ” এর ব্যবহার | Correct use of ” The ” in Bengali

 

আগের দুটো BLOG এর মধ্যে আমরা  ARTICLE ” A “ এবং ARTICLE ” AN “ – এই দুটি ARTICLE নিয়ে আলোচনা করেছি। এই ব্লগ এ আমরা আলোচনা করব ” THE ” এর ব্যবহার নিয়ে।

আজ আমরা জেনে নেবো নির্দিষ্ট (DEFINITE)

Article  – “THE ” এর ব্যবহার।  USE OF “THE” in English Grammar

The girl- মেয়েটি

The candle- মোমবাতিটি

The prince- রাজপুত্রটি

The book- বইটি

The  lion- সিংহটি

অতএব আমরা বুঝতে পারছি  নির্দিষ্ট করে কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণী কে বোঝাতে গেলে আমাদের  the  ব্যবহার করতে হবে।

 

 

এবার আমাদের জানতে হবে আরও কোথায় কোথায় the এর ব্যবহার হয়:–

  1) জাতি বোঝাতে singular noun এর আগে the বসবে। যেমন-

The cow- গরু জাতি

The tiger-বাঘ জাতি

The English  -ইংরেজ জাতি

The  Indians- ভারতীয় জাতি।

ভাষা বোঝাতে গেলে কিন্তু the এর ব্যবহার হবে না এবং নামটি capital letter দিয়ে শুরু করতে হবে।

English – ইংরেজী ভাষা

Bengali – বাংলা ভাষা

এখানে আমাদের আরও একটা কথা মনে রাখতে হবে যে — মানবজাতি বোঝাতে Man অথবা Men এবং স্ত্রী জাতি বোঝাতে Woman/Women লিখতে হবে।একমাত্র নির্দিষ্ট কোনো ব্যক্তি/পুরুষ অথবা মহিলা বোঝাতে গেলে the এর ব্যবহার হয়।

2) চন্দ্র, সূর্য, নক্ষত্র, দিক,আকাশ বোঝাতে the এর ব্যবহার হয় কিন্তু প্রথম বর্ণ capital হবে না। যেমন-

The sun,the moon, the west, the east  the earth ইত্যাদি।

3) পর্বতমালা, দ্বীপপুঞ্জ ইত্যাদির আগে the বসবে এবং capital letter দিয়ে শুরু করতে হবে। যেমন-

The Himalayas, The West Indies, The Alps

The Andaman and Nicobars ইত্যাদি ইত্যাদি।

এখানে আমাদের আরও একটা কথা মনে রাখতে হবে যে– একটিমাত্র পর্বতশৃঙ বা একটিমাত্র দ্বীপ বোঝাতে গেলে the ব্যবহৃত হবে না। যেমন– Vesuvius, Cyprus, Ceylon কিন্তু capital letter দিয়ে শুরু করতে হবে।

4)বিশেষ শ্রেণী বোঝাতে-

The poor- গরিব শ্রেণী

The rich- ধনী শ্রেণী

5)বিশেষ কোনো বোধ বোঝাতে-

The mother rose in her- তার মধ্যে মাতৃত্ব জেগে উঠল।

6) comparative degree র আগে বিশেষ অর্থে the এর ব্যবহার হয়-

The sooner, the better.

7) তুলনা করা হলে নামের আগেও the এর ব্যবহার হয়-

Rabindronath is the Shakespeare of India.

8) সমষ্টি বাচক দেশের নামের আগে- The U.S.A.,

THE U.K.

9) Superlative degree  তে –

She is the best girl in the class.

10) মহাকাব্য, ধর্মগ্রন্থ, সংবাদ পত্র, পরিবার ইত্যাদির আগে- the Ramayana, The Times of India, The Statesman, The Banerjees ইত্যাদি।

 

মোটামুটি কাজ চলে যাবার মতো আমাদের ARTICLE শেখা শেষ হোলো। এবার তোমাদের অনেক PRACTICE করতে হবে আর তা হলেই

শিক্ষা সম্পূর্ণ হবে।

ads1-728x90

Related Articles

Leave a Reply

Your email address will not be published.