Anup Bandyopadhyay Website Logo
  • April 28, 2024
  • Last Update December 19, 2022 5:18 pm
  • Kolkata

লেখকের সম্বন্ধে

জন্ম ১৯৫৯, দক্ষিণ কলকাতার কসবায়। ছেলেবেলা কেটেছে নানান জায়গায় – ওড়িশা, পুরুলিয়া, অশোকনগর ছুঁয়ে আবার কলকাতা। বিজ্ঞান, কলা ও বাণিজ্য তিনটি শাখাতেই আগ্রহ ও পড়াশোনা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা, বি.এড., আইন এবং অর্থনীতিতে স্পেশাল বি.এ.। এর মধ্যেই ICWAI থেকে কস্টিং (INTER) ও AIMA থেকে বিজনেস ম্যানেজমেন্ট-এর পাশাপাশি গিটারে সঙ্গীত প্রভাকর (রবীন্দ্র সঙ্গীত), নাটক রচনা ও শ্রদ্ধেয় রমাপ্রসাদ বনিক এর কাছে অভিনয় শিক্ষা। কেন্দ্রীয় সরকারের ‘জাতীয় নমুনা সমীক্ষা’ দপ্তরে চাকুরীর সাথে সাথে চলছে ছবি আঁকা, বিভিন্ন ছোট পত্র-পত্রিকা ও বাংলা দৈনিকে (আনন্দবাজার পত্রিকা, এই সময়, একদিন ইত্যাদি) উত্তর সম্পাদকীয়, গল্প ইত্যাদি লেখালেখি ও নানান ব্যতিক্রমি বিষয়ে তথ্যচিত্র নির্মাণের নেশা। সিঙ্গুর- নন্দীগ্রাম এর অস্থির সময়ে প্রকাশিত দই ফোল্ডার – “শ্লোগান পোঁতো জমিতে” ও “কালের নিশান” এর পরে পরেই ‘রবি ও ছবি’ শীর্ষক চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ। এরই সঙ্গে চলেছে “ভাষা শহিদ স্মারক সমিতি” ও “শিল্পী-সাংস্কৃতিক কর্মী-বুদ্ধিজীবী মঞ্চ” -এর সঙ্গে সক্রিয় যোগাযোগ।

অনুপ বন্দ্যোপাধ্যায়

কাব্যগ্রন্থ

জীবন ও সৃষ্টির এই বিচিত্র ধারা নিজের নিজের রং-এ দাগ কেটেছে মনের ক্যানভাসে – তৈরি হয়েছে বিভিন্ন ধারার লেখালেখি, সংকলন ও সম্পাদনা এবং ছবি।

কাব্যগ্রন্থঃ বাইপাস । স্বপ্ন-ভাবনা-ভালোবাসা।

সংকলন ও সম্পাদনাঃ রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক-প্রবন্ধ উদ্ধৃতি সংকলন (বাংলা সাহিত্যে একমাত্র গ্রন্থ) 

যুগ্ম সম্পাদনাঃ সুভাষ মুখোপাধ্যায়-নয় শূন্য নব্বই।

গ্রন্থ

কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে প্রকাশিত গ্রন্থঃ সুভাষ মুখোপাধ্যায়-চিঠির দূরত্বে (প্রথম খণ্ড) 

(বাংলা সাহিত্যে একমাত্র গ্রন্থ) 

সুভাষ মুখোপাধ্যায়-প্রেমে অপ্রেমে- (দ্বিতীয় খণ্ড) 

সুভাষ মুখোপাধ্যায়-মনের, ঘরের, পথের- (তৃতীয় খণ্ড) 

Stay Connected

ads

Newsletter

প্রিয় কবি

  • সুভাষ মুখোপাধ্যায়
  • সুনীল গঙ্গোপাধ্যায়
  • নজরুল ইসলাম
  • শক্তি চট্টোপাধ্যায়
  • জীবনানন্দ দাশ
  • বিনয় মজুমদার
  • বিষ্ণু দে
  • জয় গোস্বামী
  • রবীন্দ্রনাথ
  • শঙ্খ ঘোষ

সুভাষ মুখোপাধ্যায়, কর্মী সুভাষ, কবি সুভাষ

সুভাষ মুখোপাধ্যায়, কর্মী সুভাষ, কবি সুভাষ   Get more articles: উন্নত ভারত গড়তে চাই সঠিক পরিকল্পনা

সুভাষ মুখোপাধ্যায় ,ও দেহ, ও প্রান যাচ্ছি

সুভাষ মুখোপাধ্যায় ,ও দেহ, ও প্রান যাচ্ছি   Get more articles: শঙ্খ ঘোষ- ধ্বনি শব্দ ছায়ায়ে