Anup Bandyopadhyay Website Logo
ads1-728x90

Article ” AN ” এর ব্যবহার | Correct use of ” AN ” in Bengali

Article ” AN ” এর ব্যবহার | Correct use of ” AN ” in Bengali

 

আগের  BLOG এ আমরা ” A ” article নিয়ে আলোচনা করেছি।  আজ আলোচনা করবো “AN”- ARTICLE নিয়ে, কেমন। এই ব্লগ এ আমরা আলোচনা করব ” AN ” এর ব্যবহার নিয়ে।

Article  – ” AN ” এর ব্যবহার। USE OF  ” AN ” in English Grammar

Vowels  – a,e,i,o,u – এই পাঁচটি দিয়ে শুরু হলে সেই noun/pronoun এরআগে “an” বসবে।

যেমন  —

An apple- একটি আপেল

An owl-  একটি পেঁচা

An island- একটি দ্বীপ

An umbrella- একটি ছাতা

An elephant-  একটি হাতি।

 

 

উপরের উদাহরণের মাধ্যমে আমরা জানতে পারি যে- সাধারণ ভাবে  একবচণ (singular ) noun/pronoun এর পরে আমরা an বসবে।

কিন্তু  এখানে আরো একটা কথা আছে।

কখনও কখনও কোনো কোনো CONSONANT র উচ্চারণ VOWEL র মতো হয়।  সেই সব ক্ষেত্রে কিন্তু aবসবে না,  anবসবে। যেমন–

an M.A., an L.LB.

আবার কখনও কখনও ‘h’ উহ্য থেকে VOWEL র মতো উচ্চারণ হয়। সে সব ক্ষেত্রেও an ব্যবহার করতে হবে। যেমন  —

an honest man,  an hour ।

বিশেষ ব্যবহার: –

 1)শ্রেণী  /জাত/ সাধারণভাবে সবাইকে বোঝাতে গেলেও a/an ব্যবহার করতে হয়। যেমন  —

A son should obey his  parents.

An ant is an industrious creature.

2) any বা যে কোনো অর্থে :

A brush will do – একটা  তুলি হলেই চলবে।

3) কারোর সাথে তুলনা করার সময়:

Ram thinks he’s a Najrul Islam. – রাম নিজেকে  নজরুল ইসলাম মনে করে।

4) per/each বোঝাতে:

She earns twenty five rupees a day.  – সে প্রতিদিন পঁচিশ টাকা আয় করে।

5) কিছু কিছু phrase এর আগে:

She has a  headache  – তার মাথার যন্ত্রণা আছে

I am in a hurry  – আমি তাড়ায় আছি।

 

এরপর আমরা নির্দিষ্ট  (DEFINITE) ” THE ” article আলোচনা করবো।

 

ads1-728x90

Related Articles

Leave a Reply

Your email address will not be published.