Anup Bandyopadhyay Website Logo
ads1-728x90

English Tense In Bengali

English Tense In Bengali

 

TENSE
===========
বাংলা ভাষায় ক্রিয়ার কাল অর্থাৎ কাজ করার সময় বোঝাতে যেমন ক্রিয়ার সাথে হয়, আছি, ইয়াছ, তেছি, তেছিল, ব, ছিল ইত্যাদি শব্দ যুক্ত করতে হয়, ইংরেজি ভাষায় তেমনি ক্রিয়া পদটিকে অর্থাৎ VERB টিকে TENSE এর সাহায্যে বিভিন্ন সময় বোঝাতে হয়। বাংলা ভাষার মতো ইংরেজি ভাষাতেও তিনটি TENSE আছে : —
* PRESENT TENSE (বর্তমান কাল)
* PAST TENSE ( অতীত কাল)
* FUTURE TENSE ( ভবিষ্যৎ কাল)
ইংরেজি ভাষায় প্রতিটি TENSE আবার চারটি ভাগে বিভক্ত :—–INDEFINITE/ SIMPLE,
CONTINUOUS, PERFECT এবং PERFECT CONTINUOUS ।
বুঝতেই পারছো প্রতিটি ভাগ নিয়ে একটু আলোচনা করা দরকার, তাইতো। চলো প্রথম থেকে শুরু করা যাক।
INDEFINITE/ SIMPLE PRESENT TENSE
================================
I am – আমি (হই), We are — আমরা (হই)
এইভাবে— You are , He/She is, They are,
It is.

আমরা জানি ইংরেজি ভাষায় — আমি/আমরা-First person, তুমি, তোরা, আপনারা, তোমরা- Second person আর এইগুলো বাদ দিলে যা যা আছে সবই – Third person. তাহলে বুঝতে পারছি FIRST PERSON এ am আর বহুবচনে are হবে, SECOND PERSON এ are হবে আর THIRD PERSON এ is এবং বহুবচনে are হবে।
এখন প্রশ্ন হচ্ছে কীভাবে ব্যবহার করতে হবে?
নিয়ম 1) কারো স্বভাব, চরিত্র ,অবস্থা অথবা
কোনো বর্তমান সময় বা প্রাকৃতিক কোনো ঘটনা বোঝাতে গেলে আমরা
am, is are ব্যবহার করবো।
উদাহরণ : —
He is honest , She is a good singer, It is raining, It is half past nine, He is rich. We are worried, They are educated ইত্যাদি ইত্যাদি।

নিয়ম 2) স্বভাব, চরিত্র বোঝাতে সরাসরি VERB টিকেও ব্যবহার করা যায়।
উদাহরণ : – She sings. I play. He writes.
You are kind.
নিয়ম 3 ) ‘আছে’ – যদি মালিকানাবোঝায় তাহলে
First/Second person এর পর have হবে এবং
THIRD person singular এ has এবং plural এ have হবে।
উদাহরণ : – I have a pen. You have a house.
He has much money. They have a garden.
নিয়ম 4) আছে,আছি, আছেন ইত্যাদি যদি অবস্থান বোঝায় তাহলে কিন্তু আবার am,is অথবা are ব্যবহার করতে হবে।
উদাহরণ : – You are still weak. I am in the room. They are in England. My mother is well.
এইভাবে আমরা TENSE এর অন্যান্য ভাগগুলোও শিখে নেব।

ads1-728x90

Related Articles

Leave a Reply

Your email address will not be published.